শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীকা এবং প্রাসঙ্গিক পর্যালোচনা

বর্তমান সময়ে ইলমে তাসাউফের ত্বরীক্বাসমূহে চারখানা ত্বরীক্বা অত্যধিক প্রসিদ্ধি লাভ করেছে। অন্য কথায়, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক উছিলায় এবং উনার পবিত্র সিলসিলার দরুণ চারখানা ত্বরীক্বাই কেবল বর্তমান সময়ে হক্বের উপর দায়িম-কায়িম রয়েছে। কেবল চারখানা ত্বরীক্বাই ফায়িয-তাওয়াজ্জুহতে ভরপুর রয়েছে। ক্বাদিরিয়া ত্বরীক্বা, চীশতিয়া ত্বরীক্বা, নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বা এবং মুহম্মদিয়া ত্বরীক্বা।
গাউছুল আ’যম হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র ক্বাদিরিয়া ত্বরীক্বা উনার ইমাম। সুলত্বানুল হিন্দ হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র চীশতিয়া ত্বরীক্বা উনার ইমাম। ক্বইয়্যূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বা উনার ইমাম। আর শহীদে বালাকোট হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মুহম্মদিয়া ত্বরীক্বা উনার ইমাম।
পবিত্র মাহে শাওওয়াল শরীফ চলমান। এ পবিত্র মাসে পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বা উনার সম্মানিত ইমাম হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি এ পবিত্র মাসে নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বা উনার মুবারক সবক্ব প্রদান করছেন। সঙ্গত কারণেই পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বা নিয়ে আলোচনা-পর্যালোচনা করা অতীব জরুরী।

বর্তমান সময়ে ইলমে তাসাউফের সবক্ব ক্বলব লতীফা হতে শুরু হয়। কিন্তু মুক্বাদ্দিমীন উনাদের সময়ে এরূপ ছিলনা। তখন নফস লতীফা হতে সবক্ব শুরু হতো। ফলশ্রুতিতে দীর্ঘ দিন রিয়াজত-মাশাক্কাত করতে হতো। সুদীর্ঘ সময়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করে নফসানিয়ত দমন করতে হতো। এমন কঠিন পথ অতিক্রম করে কামালিয়ত হাছিল করা এক ধরণের চ্যালেঞ্জ স্বরুপ। যার কারণে অনেকেই প্রাথমিক অবস্থাতেই ইলমে তাসাউফ হতে বিচ্যুত হয়ে পড়তো। হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার উছিলায় এমন অবস্থার অবসান ঘটে।
নবম হিজরী শতাব্দীর মহান মুজাদ্দিদ হযরত বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি ১৫ দিন ১৫ রাত সিজদায় পড়ে এমন অবস্থার অবসান চেয়ে মহান আল্লাহ পাক উনার নিকট আরজী করেন। উনার আরজীর ফলে মহান আল্লাহ পাক উনার প্রতি ইলহাম করেন যে, “আপনি ইলমে তাসাউফের সবক্বের তারতীব ঘুরিয়ে দিন।” অর্থাৎ নফস লতীফা হতে শুরু হওয়া সবক্ব ক্বলব লতীফা হতে শুরু করুন। সেই থেকে ইলমে তাসাউফে ক্বলব লতীফা হতে সবক্ব শুরু করা হয়।
হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার মাধ্যমে যেহেতু ইলমে তাসাউফে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে, সেহেতু উনার তরীক্বা অন্যান্য ত্বরীক্বা হতে বেশ উন্নত হয়।
বলা হয়, ক্বাদিরিয়া ও চীশতিয়া ত্বরীক্বাদ্বয়ের সবক বিলায়েতে ছোগরা পর্যন্ত সীমাবদ্ধ। আর নকশবন্দিয়া ত্বরীক্বার সবক্ব বেলায়েতে কুবরা পর্যন্ত বিস্তৃত।
ক্বইয়্যুমে আউয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি নকশবন্দিয়া ত্বরীক্বায় অনেক নতুন সবক্ব সংযোজন করেন। উনার এই সংযুক্তির কারণে নকশবন্দিয়া ত্বরীক্বার সবক্ব বেলায়েতে কুবরা হতে কামালতে নবুওয়ত, কামালতে রিসালত কামালত উলুল আ’যম ও হাক্বীক্বতে ক্বাইউমিয়াত পর্যন্ত উন্নীত হয়।
অপর দিকে হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার ত্বরীক্বার মাঝে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার তাজদীদ যেহেতু সংযুক্ত হয়েছে, সেহেতু এ ত্বরীক্বার নামেও পরিবর্তন আসে। আগে ছিলো নকশবন্দিয়া ত্বরীক্বা। পরবর্তীতে নামকরণ করা হয়েছে- নক্বশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বা। আর এভাবেই অতিবাহিত হয়েছে কয়েক শতাব্দী। অতঃপর আবারো হয় এই ত্বরীক্বায় মুবারক তাজদীদ।
যদিও পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বার সবক্বসমূহ ক্বাদিরিয়া-চিশতিয়া ত্বরীক্বার সবক থেকে অনেক বেশি। ফলে ক্বাদিরিয়া-চীশতিয়া ত্বরীকার সবকগুলি শেষ করা সহজ। যা অল্প সময়ে সম্ভব হয়। আর সে তুলনায় নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীকার সবক বেশি হওয়ার কারণে এই তরীকা শেস করা সময় সাপেক্ষ। মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি এ ত্বরীকায় ‘পাস আনফাস’ তথা শ্বাস প্রশ্বাসের যিকর নতুনভাবে সংযুক্ত করেছেন। ফলশ্রুতিতে এ ত্বরীকায় তরক্কী লাভ অত্যধিক গতি সম্পন্ন হয়েছে। এছাড়াও তিনি আরো অনেকগুলো সবক্ব নতুনভাবে সংযুক্ত করেছেন। নিম্নে তা তুলে ধরা হলো।
‘পবিত্র নিসবতে বাইনা আযওয়াজে মুতাহ্হারাত আলাইহিন্নাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ এ সবক্বখানা এখানেই সীমাবদ্ধ ছিল। মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি তা প্রত্যেক হযরত উম্মাহাতুল মু‘মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সাথে সম্পৃক্ত করেছেন। যথা-
(১) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।
(২) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত সাওদা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৩) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
)৪) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত হাফছা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৫) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত যাইনাব বিনতে খুজায়মা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৬) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত উম্মু সালামা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৭)পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত জুওয়াইরিয়া আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
৮) ) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত যাইনাব বিনতে জাহাশ আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।
(৯) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত রাইহানা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(১০) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত উম্মু হাবীবা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(১১) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত ছফিয়্যা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(১২) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত মারিয়া কিবতিয়্যাহ আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(১৩) পবিত্র নিসবতে বাইনা উম্মুল মু’মিনীন হযরত মাইমূনা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি আরও কিছু নতুন সবক্ব সংযুক্ত করেছেন। যথাÑ পবিত্র নিসবতে বাইনা আওলাদে রসূলিল্লাহ ওয়ান নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(১) পবিত্র নিসবতে বাইনা ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ক্বাসিম আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(২) পবিত্র নিসবতে বাইনা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত যাইনাব আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৩) পবিত্র নিসবতে বাইনা ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত তইয়িব আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৪) পবিত্র নিসবতে বাইনা ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ত্বাহির আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৫) পবিত্র নিসবতে বাইনা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত রুকাইয়া আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৬) পবিত্র নিসবতে বাইনা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৭) পবিত্র নিসবতে বাইনা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ফাতিমাতুয্ যাহরা আলাইহাস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(৮) পবিত্র নিসবতে বাইনা ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
*** পবিত্র নিসবতে বাইনা ইমামুছ ছানী মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
*** পবিত্র নিসবতে বাইনা ইমামুছ ছালিছ মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
*** পবিত্র নিসবতে বাইনা হযরত আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ান্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার এই সংযুক্তির ফলে পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বা কামালতে নবুওয়ত কামালতে রিসালত কামালতে উলিল আযম ও হাক্বীক্বত ক্বাইউমিয়াত হয়ে ইলমে তাসাউফের সর্বোচ্চ মাকামে উন্নীত হয়েছে। আর এ বিষয়গুলো মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র হতে প্রকাশিত ‘পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বা উনার ওযীফা শরীফ’ নামক কিতাবের ১৪২২হিজরী সনে মুদ্রিত ৩য় সংস্করণ এবং ১৪৩৪ হিজরী সনে মুদ্রিত ৪র্থ সংস্করণ দেখলে খুব সহজেই অনুধাবন করা যায়।
মূল কথা হচ্ছে, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক উসিলায় পবিত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া ত্বরীক্বা পূর্ণাঙ্গ হয়েছে। অনুরুপভাবে ক্বাদিরিয়া-চিশতিয়া ত্বরীক্বা ফায়েয-তাওয়াজ্জুহ সমৃদ্ধ হয়েছে। কাজেই, সকলের দায়িত্ব-কর্তব্য হচ্ছে মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক হাতে বাইয়াত হয়ে উনার প্রদত্ত মুবারক সবক্ব অনুশীলন করে কামালিয়ত হাছিল করার কোশেশ করা। মহান আল্লাহ পাক সকলকে তাওফীক্ব দান করুন।
http://www.al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=9464

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন