বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

মহাপবিত্র ১৩ই রবীউল আউওয়াল শরীফ কুতুবুজ্জামান, ওলীয়ে কামিল, ছূফিয়ে বাতিন, আওলাদে রসূল হযরত মাওলানা আলহাজ্জ সম্মানিত দাদা হুযুর ক্বিবলা আলাইহিস সালাম উনার সুমহান পবিত্র বিছাল শরীফ দিবস

মহাপবিত্র ১৩ই রবীউল আউওয়াল শরীফ কুতুবুজ্জামান, ওলীয়ে কামিল, ছূফিয়ে বাতিন, আওলাদে রসূল হযরত মাওলানা আলহাজ্জ সম্মানিত দাদা হুযুর ক্বিবলা আলাইহিস সালাম উনার সুমহান পবিত্র বিছাল শরীফ দিবস

ওলীয়ে কামিল, ছূফিয়ে বাতিন, কুতুবুজ্জামান, ছহিবুল ইলম ওয়াল হিকাম, ছহিবুল কাশফ ওয়াল কারামত, ছহিবুত তাক্বওয়া, ফখরুল উলামা, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত মাওলানা আলহাজ্জ সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম- যিনি বিশ্ববিখ্যাত ও বিশ্বসমাদৃত হক্ব সিলসিলা রাজারবাগ শরীফ সিলসিলা উনার মহাসম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম নামে কায়িনাতে মশহুর। অর্থাৎ তিনি বর্তমান পঞ্চদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত আব্বাজান।

হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র মাজার শরীফ, নূরানীগঞ্জ,বাংলাদেশ।
তিনি ১৩ই রবীউল আওয়াল শরীফ, ১৪১৯ হিজরী উনার এই তারিখ মুবারক উনার ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার দিবাগত রাত ১১.৩০ মিনিটে মহান আল্লাহ পাক উনার পবিত্র দীদার মুবারকে চলে যান তথা পবিত্র বিছাল শরীফ লাভ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
কায়িনাতের মাঝে তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান মানুষ, সূক্ষ্মদর্শী আলিম, সত্য ও মিথ্যা পার্থক্য করার এক বলিষ্ঠ এবং হক্ব প্রকাশ ও প্রতিষ্ঠার এক অনন্য মহান ব্যক্তিত্ব। উনার প্রত্যয়ী ব্যক্তিত্বের প্রত্যয়ে মানুষ মিথ্যাকে ঘৃণা করতে শিখেছে, সত্যে ব্রতী হতে উদ্যোগী হয়েছে। তিনি মহান আল্লাহ পাক উনার মতে মত এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার পথে দায়িম কায়িম হতে মানুষকে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন। তিনি ছিলেন মুসতাজাবুদ্ দাওয়াত অর্থাৎ উনার দোয়া মহান আল্লাহ পাক উনার সবসময় কবুল করেছেন। তিনি ছিলেন কুতুবুজ্জামান, আরিফ বিল্লাহ। তিনি আজীবন পবিত্র সুন্নত উনার উপর পরিপূর্ণরূপে অধিষ্ঠিত থেকে হক্ব প্রকাশ ও প্রতিষ্ঠায় তিনি ছিলেন অকুতোভয় ও আপোসহীন এক সিপাহসালার। যিকিরে-ফিকিরে, মহান আল্লাহ পাক উনার ধ্যান ও খেয়ালে, মুরাকাবা-মুশাহাদা ও ইবাদত-বন্দেগীতে তিনি মশগুল থেকেছেন সারাজীবন। সুন্নত অনুসরণ-অনুকরণে তিনি ছিলেন এক অতুলনীয় দৃষ্টান্ত। উনার পবিত্র হায়াত মুবারকে উনার পবিত্র সময়গুলো ব্যয় করেছেন সত্য প্রতিষ্ঠার জিহাদে। এ জিহাদ তিনি করেছেন কথায়, কাজে, আমলে ও আচরণে।
সূক্ষ্মদর্শী মানুষ ছাড়া অন্য কারো পক্ষে উনার কামালতপূর্ণ উদারতা, পবিত্র অন্তর উনার বিশালতা, চরিত্রের মাধুর্যতা, অন্তর্দৃষ্টির গভীরতা, হৃদয়ের নির্মলতা, বদান্যতা, সৌজন্য ও শালীনতা উপলদ্ধির উপায় ছিল না। হিদায়েতপূর্ণ মানুষ ও সমাজ নির্মাণের স্বপ্নদ্রষ্টা এই ক্ষণজন্মা মহাপুরুষ আচরণ ও বিচরণে ছিলেন দৃঢ়চেতা ব্যক্তিত্বসম্পন্ন এক কামিয়াব মানুষ। তিনি হক্কুল্লাহ্ ও হক্কুল ইবাদ যথাযথ আদায় করেছেন আজীবন।
দানশীল এ মহান ওলী আল্লাহ তিনি ছিলেন ফুরফরা শরীফ উনার হযরত আব্দুল হাই ছিদ্দিক্বী রহমতুল্লাহি আলাইহি উনার এক অন্যতম সুযোগ্য খলীফা। উনার বহু সূক্ষ্ম কারামত মুবারক ছিলো।
আমাদের উচিত হবে এমন একজন মহাসম্মানিত ওলীআল্লাহ উনার শান-মান, মর্যাদা বর্ণনা করা, বেশি বেশি ছানা-ছিফত বর্ণনা করা, উনার পবিত্র জীবনী মুবারক থেকে ইবরত-নছীহত মুবারক হাছিলের কোশেশ করা। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে সেই তাওফীক দান করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন